সেলফি তুলতে ডাকবেন না
মঞ্চে উঠলেই বিজয়ী ঢেউয়ের ফুসলানি
গ্রাস করে আমাকে
সমস্ত পিস্তলের পেছনেই লুকিয়ে থাকে
একটি ভোরবেলা
তেমনি ক্যামেরার লেন্সের পিছুনে লুকিয়ে কাঁদে ডাকসাইটে থাকা নির্মল আকাশ
মঞ্চে উঠলেই আমিও ভুলে যাই সেই
আকাশের ব্যাথা
ইঁদুর রেসে ওই যা হয় ;
সেলিব্রেটি হওয়ার লোভ!
লাইমলাইটের তারা হতে গিয়ে
হাজার ভোল্টের আলোর নিচে গুমরে মরে সন্যাসী
প্লিজ , ডাকবেন না আমায় মঞ্চে
সকল দুঃখ থেকে নিস্তার নিয়েছি নিজেই ,
মোমেন্টরা সংসারে
চাল দিয়ে যায়নি কোন দিন!