সমস্ত সূর্যদয়ের ভোর কৃষ্ণচূড়া রূপে টেনে নেয় নি আমার অবীর মাখা কৃষ্ণকায় মুখটি...
সেদিন থেকেই জেনেছি, ধ্বংস স্তুপ শুধু মাত্র জীবনের মাইল ফলক হতে পারে না।
সুবর্ণ রং নিয়ে সন্ধ্যার জেটি ঘাটে কেউ অনন্ত অপেক্ষায় থাকে আজও...
সেই অন্তহীন অপেক্ষার
বাদামী শরীর থেকে
সুঠাম মেহগিনী খুলে দেয় আজন্তার গুহা,
আমি নতজানু হয়ে নাভিপদ্মে তুলে দিই লাল গোলাপ।
শুধু মাত্র সন্ধ্যা চ্যানেলে বিছানা ভাগে
দেখি লড়ে যায় আজও দুই নারী
এসব দেখে কুহুতান মন
বসন্ত বাতাসেও ফসিল হয়ে ওঠে....!
( উৎসর্গ - চুনখসা রান্না চালা থেকে ইসরোর লাউঞ্জ যারা দাপিয়ে বেড়াচ্ছেন )