সাদামাটা বিকালে' র মতো কালের নিয়মে নেমে এলো আরও একটি বিকাল ।
আমিত্বটা শালা আজও
লাশ হয়ে জ্বলছে না চিতায় ! শরীরটাকে লাশ বানাতে চেয়েছি আগেও বহুবার । পারি নি ....!
অথচ কি ভীষণ আগুন জ্বলছে দেগঙ্গা, বাদুড়িয়া,বসিরহাট ।
আমডাঙাতে, বাসন্তী শাড়ি এলোমেলো
হয়ে গেছে ।
ধর্মের নামে আগুন, পদাঘাত ।
প্রহর শেষের অাগে
স্থির হয়ে যাচ্ছি আমি ।
না , আমি রাজনীতি বুঝি না । পলিটিক্যাল সাইন্স আমার সাবজেক্ট নয় !
চারিদিক জুড়ে দেখি হাজার নিয়নের আলো , সেলফি দৌড় ।
কীর্তীনাশা বিকাল
আজ জীবনে দিয়ে গেলো জীবনের উনচল্লিশতম আনন্দ!
রূপালী পর্দার জোকার'রা রোদ্দুর চাইছে ' মা' ....
' মা ' তুমিই শিখিয়েছিলে -বোবা রা শুধুই গণ্ডি কাটে ।
মা, আমি কাঁদছি না । তুমি চোখ মুছে ফেল ...।
রুপকথার গল্পে তুমিই শুনিয়েছিলে
উল্লুকেরা শখের ভ্রমণে বের হয় ।
আর , শঙ্কর এক মানবিক চাষী যে নিঃশব্দে আবাদ করে , চোখ মেলে দেখে না জলকন্যা!
(রচনা কাল :-13/09/2019
সময় :সন্ধ্যা - 7:35 p.m)