একটা একটা করে শিশুফুলের পাপড়ি ঝরে পড়ে যখন
দিনের আলোকেও মহিষ কালো আঁধার লাগে ।
দস্যুর দানবীয় উল্লাস, মহাআনন্দে কমলালেবুর খোসা ছাড়ানো দেখে,
নপুংসক সমাজের বুকে পা রাখি তীব্র শ্লেষে।
চারপাশময় কামমক্ত জোনাকির
দানবীয় অভিসার,
আমরা পড়ে রই লিঙ্গহীন চরাচরের বুকে ।