॥ দ্রৌপদীরা আজও কাঁদে ॥
-অ ত নু ন ন্দী
দ্রৌপদী'রা আজও কাঁদে...
বেদনারা লাল থেকে ক্রমশ
বেগুনী হয়ে আসে ,
অলিতে গলিতে মৃত নারীর গন্ধ
মনোহরি তীরে তাদের নারীত্ব
আজও হয়ে ওঠেনি শাশ্বত।
চারিদিকে শুধু রথী মহারথী
গাণ্ডীব কালের অতল তলে জরাজীর্ণ
প্রেয়সীর লজ্জা নিবারণের জন্য
হে গাণ্ডীব তুমি হও রনত্তীর্ণ।
প্রেম যমুনার তীরে ক্লীবদের নৃত্য
লোলুভ এ সময়, শরীরী মাতন!
চারিদিকে নারকীয় উল্লাস
এসো যুগাবতার, পদব্রজে
চাঁদের শহর ছেড়ে
দ্রৌপদী' রা জ্বলন্ত রাতপোশাক নিয়ে আজও ভালবাসার অপেক্ষায় রত।
লজ্জা ঢেকে দাও নীল ধনেখালি ,
কালি হয়ে ঝরছে তরুণী মেঘের জল
আর মোমবাতি নয় ,
মুছে দিতে হবে রক্ত
ম্লান হয়নি তাদের ভালোবাসা ,
তাদের ভালবাসা এখনও শাশ্বত।