মাদ্রাসা'র বাগানগুলিতে
গোলাপ ফোটে এখনো।
বেলা গড়ালেই সব পাড়াতে অন্ধকার নেমে আসে না ।
দাওয়ায় বসে ঈশ্বরচন্দ্র পড়ে
শিশু ফুলগুলি ,
তারাও এ দেশেরই পৌষালী ফসল ।
সন্ধ্যা নেমে এলে পঙ্মমী বাতাসে সগর্ব গর্জন নিয়ে হাজির হয়ে যায় সুমন ।
শিশুদের স্লেট থেকে ধারাপাত
মুছে গেলে ,
দেশ ও একদিন ভাঙতে ভাঙতে
বৃদ্ধ প্রজাপতি হয়ে যাবে ।