মাঝি নৌকা চলে যায় এক এক করে...
বিকেলের নদীর স্রোতে বয়ে চলেছে দুজনের স্তব্ধতা।
গোধূলি নামছে, শুধু কি পৃথিবীর বুকে?
কান্না গোধূলির বুকে দূর থেকে দুরবর্তী হয়ে আসছে আমাদের সম্পর্কের জেটিঘাট।
জলের তরঙ্গ বুকের মধ্যে তুলছে একের পর এক বিরহী ঢেউ।
ঘরে ফেরা পাখির ডাক একদিন আমাদের প্লাবন নিয়ে আসতো...
বাহুডোরে বেঁধেছিলাম এই তটে বসেই।
আজ সেই সম্পর্কের ধারাপাতে বরফের তাজমহল!
অবশেষে মুখ তুলে বলে -জোনাক ডেকেছে আমায়। লাল বেনারসি কেনা হয়ে গেছে...!
তুমি আমার মরুভূমির মরুদ্যান... তুমি আজীবন থাকবে আমার নাভিদেশের গোলাপী খাম হয়ে। শুধু আজ সুতো ছিঁড়ে বিদগ্ধ রাতের দিকে যেতে দাও আমায়।
( রচনা কাল : ৬ ই জুলাই ২০২৪ )