পড়ন্ত বিকেলের আবছায়া আলো মাখামাখি করে নিচ্ছে তখন গাছেরা,

সুপুরি গাছের ডালে
ডানা মেলে ধরেছে দোয়েল

পড়শি নদীর জলে পা ডুবিয়ে
ফিরে গেছে আমার বহু ঝগড়ার সাথী ।

মহিষকালো আঁধারের বুকে , বিষাদের পীত অন্ধকার।  কি করে খুঁজি তাকে ?

এখানে পরস্পরের গা ছুঁয়ে মিষ্টি মিষ্টি হেসে কেউ উত্তরে পা রাখে , কেউ
দক্ষিণে..
সবাই সবার অচেনা ।
বুকে এখনো অনুভব করি পলাশ ঝড় ,

আগমনী ভোরে মিশরীয় মমি হাওয়ায় আগে প্রজাপতি অপেক্ষা নিয়ে বসে থাকি পূবের পানে চেয়ে ..