কখনো পাহাড় বা কখনো নক্ষত্রদের সঙ্গে কথা বলি একা একা..
সব দোষ কি দৃষ্টির ?
সমতলে ধাক্কা লাগলে তবেই মানুষ পা বাড়ায় খাড়াই পাহাড়ের পথে!
কবিতার নিভৃত স্রষ্টা আমি নই , তাই বলে আমার কবিতার উপর তোমার ঈর্ষা, তোমায় মানায় না অনিন্দিতা |
সুখ অতি শোচনীয় জেনেছো অনেককাল আগেই, তবুও প্রতিদিন বিয়োগের অঙ্ক কষে চলো...
অন্ধকারের সোহাগ কে তুমি শিল্প বলে জেনে এসেছো, কখনো কখনো আমার কাছে তা দহন জ্বালা!
অনিন্দিতা, তুমি জেনে এসেছো
জ্বলন্ত আগুনে ঘি ঢালতে হয়, আর আমি মরুতে তৃষ্ণার্ত কামনায় থাকা চাতকের মতো কবিতা খুঁজে চলি অবিরত|