বিজন ছায়াতল থেকে যে সমস্ত ফিসফাস বাতাসে ভেসে বেড়ায় , সেখানে চন্দনের গন্ধ নেই!অপবিষাদ ঠিকরে পড়ে জারুলের বনে ।
এতকাল ডাকোনি আমায় , দীর্ঘ নিরালায়
স্বর থেকে বেরিয়ে এসেছে কতো শত প্রতিবাদী অক্ষরমালা । নপুংসক সমাজের বুকে মশাল জ্বালিয়ে এক বন থেকে অন্য বনান্তরে অন্বেষণ করি ত্রস্ত পায়ে... ।
দেখি দীর্ঘকাল ধরে পড়ে থাকা সোনার মুকুট ঘিরে পিঁপড়েদের বাসা! আর্তনাদ কাকে পাঠাই ?
অযথা চিৎকার করলেই কাঁচ
হীরে হয়ে যায় না!
পুণ্যহীন জীবনে কবেই কমা পড়ে গেছে,
শুধুই শব্দ সাজবো কলমিলতার ডালে, অবশিষ্ট পুংজন্মে!