রাত কালো ঝুপ ঝুপ সব চুপ শান্ত
পড়ে হিম টুপ টুপ ঝিঁ ঝিঁ গায় গান তো।
খোঁনা সুরে উই দূরে ভুই ফুঁড়ে কে কাঁদে
হাদু ভুঁদু ছানা ভুতু হাঁকে, মাগো দেখা দে।
কংকালও চমকালো হাড়িচাচা হাঁচলে
টানে ঝুঁটি ঝগড়ুটি পেত্নীটা নাচলে।
মুন্নি বদনাম গেয়ে দোলে শাকচুন্নি
মামদো 'কাম দো' বলে। কাজে বড় পুণ্যি।
ক্যাওড়ামো হুপ হাপ শেওড়ার প্রশাখায়
করে চলে কুচো ভূতে, বড়গুলো নেশা খায়।
টিম টিম রিম ঝিম ঝকমকে জোনাকি
একানড়ে তেড়েফুঁড়ে গান ধরেছে নাকি।
জুটছে না খানা পিনা বলে কটা ডাইনি
এসেছে স্মারক দিতে। কাকে দেবে পায়নি।
মেছো ভূত ও গেছো ভূত লড়ে চলে পাঞ্জা
স্কন্ধ কাটাটা খোঁজে মাথা, খাবে গাঁঞ্জা।
এংলা প্যাংলা ভূত বড় হল সদ্য
চাই তার এসি বার খাবে নাকি মদ্য।
দেখে দেখে এই সব কিম্ভুত কারবার
পুরো ঘেঁটে গেছি ভায়া, দম নেয়া দরকার।