তোমার বড়ই নদী হওয়ার সাধ
স্বল্প কথায় তাই বলেছো ধীরে,
সইবে বলো, দেয় যদি কেউ বাঁধ?
বইতে পারো পাষাণ হৃদয় চিরে?
এই তো সেদিন বললে আকাশ হবে
তারায় তারায় আঁচল ঝিকিমিকি,
ভোরের ঝরা সজনে ফুলও ভাবে
সাজব তারা, জ্বলব ধিকিধিকি।
রাস্তা হবার শখ পুষেছ মনে
চলবে সটান চলবে বাঁকে বাঁকে,
সার কথাটা যাই বলে গোপনে
পথগুলো সব হারায় চলার ফাঁকে।
সাগর গভীর ছিল তোমার হাসি
বাইরে তুফান, গভীরে চুপ, স্থির
ঝিনুক বুকে তুমুল জলরাশি
আছড়ে পরার খুঁজত সপাট তীর।
চোখের কোনে মরণ ছিল আঁকা
নাকছাবিতে বাঁচার তুমুল নেশা,
কোমর ছিল ঝর্ণা আঁকাবাঁকা
চুলের খোঁপায় রাত্রি আঁধার ঘেঁষা।
থাকব তোমার পাশেই, ছিল মনে
আকাশ নদী রাখব বুকের মাঝে,
অবাক, কখন হারালে কোন ক্ষণে
হারিয়ে গেলে নিত্য দিনের কাজে।