চোখ মেলতেই রবির কিরণ, পথ দেখানো আলো
ছোট নদীর বাঁকে বাঁকে চলতে লাগে ভালো,
অ আ ক খ আখর চেনা
গল্পে ছড়ায় মন ভরে না
নতুন বইয়ের নতুন গন্ধ চিনতে শিখেছি,
আমার ঝোলায় সহজ পাঠ আর তোমার ঝোলায় কি?
রবির ভাষায় স্বপ্ন দেখি রবির ভাষায় গান
রবির ভাষায় প্রেমের সুবাস রবির ভাষায় মান,
জীবন জুড়ে রবীন্দ্র গীত
দুঃখে সুখে আনমনা মিত
সকল সময় আছেন তিনি সেটাই জেনেছি,
আমার আছে গীতাঞ্জলী তোমার আছে কি?
লাল কাঁকড়ে দারুণ রোদে গাছের তলায় পাঠ
কোপাই তীরে কাব্য ভরা, শিল্পে চাঁদের হাট,
শান্তি খোঁজার নিকেতনে
বিশ্ব কবি আপন মনে
খুঁজে বেড়ান নতুন ভুবন গূঢ় প্রশান্তির,
আমার আছে ভুবন ডাঙ্গা তোমার আছে কি?
ঠাকুর দালান ঠাকুর ভরা ঠাকুর করেন বাস
বিশ্বকবি আঁকেন ছবি ছন্দতে নেন শ্বাস,
জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি
কোন বাঙ্গালী ভুলতে পারি
বাংলা ভাষার আসল ঠাকুর সবাই চিনেছি,
আমার বুকে রবীন্দ্র নাথ তোমার আছে কি?