সুখের যদি ওড়না থাকে
অন্ধকারের ভোর না থাকে
সঠিক সেটা কি?
নেশায় যদি ঘোর না থাকে
নদীর স্রোতে জোর না থাকে
সব বেজায় ফাঁকি।
বউয়ের হাসি মিষ্টি ভালো
ঘাড় ঘোরানো দৃষ্টি ভালো
হৃদ সায়রে বান
ঝমঝমিয়ে বৃষ্টি ভালো
তেনার অনাসৃষ্টি ভালো
ভাবের ঘরে টান।
মিথ্যে কথা শুনতে ভালো
শিউলি সকাল গুনতে ভালো
খুশির কি জোয়ার
স্বপ্নেরই জাল বুনতে ভালো
অনেক পেলে চুনতে ভালো
জোটেই বল কার।
মাটির সোঁদা গন্ধ নেশা
কেউ ধরেছে মন্দ নেশা
নেশায় বাঁচে মন
কারুর মনে স'ন্দ নেশা
আমার বাপু ছন্দ নেশা
ছন্দময় জীবন।