এইতো সেদিন শ্রীআকুল বাবু
হন নাকো যিনি কখনই কাবু
রাগ দেখি তার তুঙ্গে,
এদিক ওদিক এমনি ছোটেন
কথায় কথায় চেঁচিয়ে ওঠেন
“যান গিয়ে মরুন গে!”
অন্য সময়ে শান্ত শিষ্ট
রাখেন পকেটে কর্ম লিস্টও
দারুণ ভদ্রলোক,
সময়ে আসেন দেরী করে যান
একটাই দোষ খান দেশি পান
পরোপকারেই ঝোঁক।
বলবে না কেউ চান উনি ঘুষ
চরিত্রেতেও লৌহ পুরুষ
বিনয়ের অবতার,
কি এমন হোল এত কেন কাবু
আমাদের প্রিয় শ্রীআকুল বাবু
কি চিন্তা সব্বার!
জিজ্ঞেস করি নিয়ে এক কোণে
হল কি মশাই ক’ন তা গোপনে
জানবে না কাক পক্ষী।
“কি করে বোঝাই কত পরেশান
হল মুশকিল বাঁচানো পরান
হয়েছে সে এক ঝক্কি।
ঘরের কর্ত্রী ছিল ঠিকঠাক
হঠাৎ কবি সে, ছন্দেরা পাক
দিয়ে ওঠে মাঝে মাঝে,
ছাই পাঁশ লেখে মিলিয়ে মিলিয়ে
ঘুমোলে শোনায় চোখটা খুলিয়ে
কি যে করি বুঝি না যে।“
বলি - ও মশাই এ আর কি কতা?
আপনিও রোজ লিখুন কবিতা
শোনান জবরদস্তি।
আজকে আকুল? বিরাট কবি সে
কাব্য আকাশে নতুন রবি সে
হয়েছে বিশাল হস্তী।।