সন্ধে নামলে পরে ফুলেল আকাশ জেগে থাকে,
বাতাসে গুমোট বড় টকে যাওয়া আধখাওয়া প্রেমে।
সূর্য ডুবলে রোজ রাত্রি তাবিজ বেঁধে রাখে,
যদি বা নজর লাগে নোনাধরা হৃদয়ের ফ্রেমে।
সন্ধে নামার আগে মাধুকরী পুরনো রেওয়াজ,
ছোট দিন বড় দিন অপূর্ণ ভিক্ষার ঝুলি কাঁধে।
দিনের প্রহরনামা শুনিয়ে ক্লান্ত বুঝি আজ,
একঘেয়ে পথ শেষে লালসা জড়ায় রোজ ফাঁদে।
প্রগাঢ় আঁধার মেখে হাসনুহানার বাস ওড়ে,
মৃত সময়ের স্মৃতি সন্ধের পরে দাগাবাজ।
ষোড়শী বিকেল রোজ টলোমলো অভিসারি ঘোরে,
আঁধার ঘনিয়ে এলে দেয়া কথা ভোলাটাই কাজ।
সন্ধে নামলে পরে দেশ খোঁজে পরিযায়ী মন,
উজালা ফুরিয়ে গেলে হাত ধরে নিটোল আঁধার।
হাতড়িয়ে দিক খোঁজা অভ্যেস হয়েছে কখন,
সন্ধে নামলে পরে আলো ভাল লাগে নাতো আর।।