পাগল কবির পাগলামিতে
খুব মেতেছে বাংলা ভাষী
এমন আজব কাজ করেছে
কাব্য লেখে আট ও আশি।
ডট কমের এক চাতাল দিল
মনের কথা ছন্দে লেখার
বিশ্ব জুড়ে জুটল দেখ
মানুষ বুকে ইচ্ছে শেখার।
কতই দিলো সুযোগ সাথে
এক পরিবার তৈরি হল,
ধর্ম দেশের মিটল বিভেদ
মনের তফাৎ ঠিক ফুরল।
করল এসব একলা হাতে
কারণ ছিল স্বপ্ন চোখে
এমন চাহৎ এমন খায়েশ!
করছে স্বীকার সকল লোকে।
নাম টা সঠিক, কাণ্ড এমন
এক পাগলই করতে পারে,
পল্লবিত হোক সে আরো
আসুক এদিন বারে বারে।
আসর জুড়ে আজ কলরব,
বাঁধছে ভালোবাসার ঋণে,
থাকুক সুখে থাকুক খুশি
এডমিন তার জন্ম দিনে।