পড়েছে ঠান্ডা বেশ, কদম্ব সম কেশ
হাওয়া নয় যেন চলে ছুরি,
স্নানঘরে? নাস্তি, সুকঠিন শাস্তি
মরবে কে, করে বাহাদুরি?
এ যে বড় হ্যাপা রে, র্যাপ করে র্যাপারে
নিজেকে করেছি দুর্ভেদ্য,
বাঁদুরে টুপির খোঁজ, গুরুপাক মহাভোজ
ভুলে খাই ভাত আলুসেদ্ধ।
ছাড়ছি বিছানা লেটে, কাঁপানো শৈত্যে ঘেঁটে
মেঝে যেন বরফের চাঁই
টনসিল ফুলে ঢোল, গাঁটে গাঁটে শোরগোল
কি যে করি ভাবি দুচ্ছাই...
এলেন বিলম্বে, ভেবো না হে কমবে
এনার প্রকোপ তাড়াতাড়ি
কয়দিন সাথ সাথ, অভ্যেসে জলভাত
এখন লাগছে বাড়াবাড়ি।