শাল বনে কাল রাতে জাল পেতে হায়না
ছাগলের ছানা খাব, বলে ধরে বায়না।
মাস্তান পোলাপান শেয়ালের বাচ্চা
বলে কাকা খাবে রেঁধে, নাকি খাবে কাচ্চা।
রেঁধেই খেতুম বাছা গ্যাস নেই গর্তে
বলে গেছে সাপ্লাই আধারের শর্তে।
কে ওয়াই সি হয় নি রে আধারের লিংকিং
জিও কাজ করে নাকো, নেটওয়ার্ক সিংকিং।
তাই ভাবি সুশী করে খাব দিয়ে চাটনি
প্ল্যানটা মন্দ নয় বেঁচে যাবে খাটনি।
পুঁচকে শেয়াল শুনে বলে, কাকা হায়না
থাকোতো ভারতে নাকি থাকো তুমি চায়না?
ছাগলের সুশী হয়? ওটা নয় দস্তুর
খাও কাকা রেঁধে বেড়ে, খাও করে তন্দুর।
মালাবার বিরিয়ানি, খাও না রোগণ জোশ
গোলবাড়ি কষা খাও, স্বাদে উড়ে যাবে হোশ।
খাও না কোপ্তা করে, খাও দম পুখৎ ও
রাজখানা খাও আজ, রোজ খাও শুক্তো।
ক্যাশ ছাড়ো গ্যাস পাবে পাবে যা যা চাই তা
সাথে রেখো শুধু, যা সাঁটাবে যেন পাই তা।