শব্দের চাল বদলে গিয়েছে আজকাল
খোঁজে গোঁজামিল রেকাবীতে রাখা শূন্যয়,
রাত ঘেঁটে গেলে টেরাবাঁকা দিন বানচাল
ছড়ানো ছেটানো পাপ থাকে, কিছু পুণ্য।
বুঁদ হওয়া হিম ভোররাতে ভাঙা স্বপ্ন
বড় পীড়া দেয় বলে দিন গেছে পেরিয়ে,
এখন শুধুই থাকা অভ্যেসে মগ্ন
ইস্তেহারের সময়েরা গেছে এড়িয়ে।
কতদিন আর রঙ মেখে সং সাজবে?
সেই কবে নীল ধূসর হয়েছে আকাশের,
এখন বীণাতে আনমনা সুরই বাজবে
দেবে না তো দোলা দৃশ্য শিউলি বা কাশের।
ব্রীজ পার করা ট্রেনেদের মত স্বস্তি
পেয়ে হবেটা কি, আছে ব্রীজ আরো সামনে।
সাকিন খুঁজেই পিছে রয়ে গেল বসতি,
ঘরে হবেটা কি? নিবি যদি চারো ধাম নে।
কত পরিচয় কত নাম নিয়ে গুজরান
পাল ছিঁড়ে গেছে, চাপ বড় বেশী হালটায়,
ডুববেই যদি, বাঁচবার আজ গাও গান
নতুন তো নয়, শব্দরা রোজই পালটায়।।