কাট কাট মারমার
সেন্স অফ হিউমার।
জমা কথা কম তাই
অভিযোগ বারবার?
কেন এত সিরিয়াস
চিন্তায় বিড়ি খাস?
জীবন কি শুধু ওরে
প্যাঁচামুখো হাহুতাশ?
ঘেঁটে গেছে ছন্দ?
মালকড়ি মন্দ?
থাকেই তো রাস্তায়
কিছু খানা খন্দ।
অষ্ট বা আশিতে
যাক দিন হাসিতে,
পাগলামি ফাজলামি
পাঠাস না কাশীতে।
সময়টা অল্প
জীবনের গল্প
হেসেই কাটুক নয়
দীর্ঘ বা স্বল্প।
থমথমে মুখ ভার
নেই তার দরকার
সামলিয়ে রাখ শুধু
সেন্স অফ হিউমার।