অনেক ব্যথাই লালন করি বুকে
অনেক ব্যথাই যত্ন করে রাখি,
পাইনি কি আর কি পেয়েছির খাতা
খুললে ওড়ে কোমল ব্যথার পাখি।
সেই পুরোনো কষ্ট যা যা ছিল
আজ হয়েছে স্মৃতির কোষাগার,
বলতে গেলে গর্ব করে বলি
দু চোখ জুড়ে জল আসে না আর।
কষ্টগুলো হঠাৎ হঠাৎ আসে
মন খারাপের হাওয়ার কদমবুসি,
বর্তমানের আরাম কেদারাতে
বসেই আকুল কষ্টগুলো পুষি।
সবুজ মাঠ আর নীল আকাশের মাঝে
কষ্ট সে সব রঙিন প্রজাপতি,
থাক না ওরা এমনি করেই বুকে
আগলে রাখি, নেই তো তাতে ক্ষতি।