হলদে সবুজ লাল নীল আর হরেক রঙের খেলা,
বড়কা বেলুন লম্বা বেলুন ভর্তি রথের মেলা।
গরমা গরম পাঁপড় ভাজা লাল জিলিপির প্যাঁচ
গরুর গাড়ি আনছে মানুষ, ক্যাঁচর ক্যাঁচর ক্যাঁচ।
বেলুন ভোঁপু বাজায় কেমন পুচকে ছোঁড়ার দল
এই না হলে রথের মেলা? জমেই গেছে বল?
মাটির পুতুল হরেক রকম, মুখোশ গয়না গাটি
নে কিনে নে, ঝুলন তবেই সাজবে পরিপাটি
রাস্তা জুড়ে ঢল নেমেছে মানুষ চতুর্দিকে
হেই রে দাদা, সামলে রাখিস টাকার পকেটটিকে।
হঠাৎ করেই হৈ চৈ খুব, ওই দেখা যায় চূড়ো
রথ এসেছে রথ এসেছে চেঁচায় ছেলে বুড়ো।
কোথায় দড়ি? টানতে হবে, ছুঁতেই হবে রথ,
লুট বাতাসা, শান্তি জলে মিটবে মনোরথ।
জয় বলরাম, জয় সুভদ্রা জয় হে জগন্নাথ
একটুখানি আশিস দিও, রেখো মাথায় হাত।