ঝিম মেরে পড়ে আছ, ভুলেছ কি? সানডে
সবজি হয়েছে শেষ, চাল নেই ভান্ডে।
হয়েছে অনেক বেলা, হয়ে গেছে নাস্তা
মানে মানে ফোট, ধর বাজারের রাস্তা
তিন পোয়া দই এনো পাতিলেবু পাঁচটা
কেজি দুই চিংড়ি ও কাটা পোনা মাছটা।
ছেলে মেয়ে ভালোবাসে এনো কটা পাবদা
ভেটকি ট্যাংরা এনো বড় বড় গাবদা
আলু ও পেঁয়াজ নিও আধা কিলো পোস্ত
রসুন আদ্রক, লাগে রান্নায় রোজ তো
ফুল বাঁধা কপি নিও বেগুনের সঙ্গে
শিম আর উচ্ছে কিছু বলি এ প্রসঙ্গে।
দুপুরে গিলবে যদি, এনো অজ-মাংস
সিনা গর্দান ঠ্যাং তাজা বাছা অংশ
আটা পাঁচ কেজি এনো ময়দাটা দুকিলো,
অমন তাকিও না তো! তুমি বড় সুখী লোক...
বাসমতি চাল এনো কেজি পাঁচ সামলে
মিষ্টি নিয়ো গো বুঝে, পড়ো নাকো হামলে।
গোবিন্দ ভোগ নিও বেশি নয় পাঁচ শো
ওমনি তাকাও কেন? তির্যক হাস্য?
এই তো ছোট্ট এক করেছি গো ফর্দ
তাতেও হচ্ছে জ্বালা, হাতে বুঝি দর্দ ও?
আচ্ছা আচ্ছা নয় ফিরে এসো রিক্সায়
টাকাটা গচ্চা যাবে আছে তাতে ঠিক সায়।
খরচ হয় না বেশি সে হিসেবে রাখবে
আর হ্যাঁ, বাতাসা এনো পুজোতে যে লাগবে।
এনেই খালাস তুমি জানি আমি পষ্ট
গোছাতে আমায় হবে, জানো কত কষ্ট?