তিন আঁজলা শিশির ভেজা রাত
ঘুমপরী আর অনিদ্রা সংবাদ
চোখের পাতায় বিলাপ অকস্মাৎ
সুখ আসে না বিসুখ করে আড়ি
এই পুকুরে শ্যাওলা সবুজ নানা
ওই পুকুরে জল কচুরি পানা
সেই পুকুরে নাইতে যাওয়া মানা
জলের নেশায় জ্বলন বাড়াবাড়ি
কঠিন সময় আকাশ ভরা মেঘে
বৃষ্টি মাখা বুকের ভাবাবেগে
দিন কাটে না রাত্রি কাটে জেগে
বিজন চোখে সুজন টানে দাড়ি।
দুঃখ থাকে সুখের কাছাকাছি
আকাশ ভুলে স্বপ্ন ছুঁয়ে বাঁচি।
স্বপ্ন যাপন, হয় কি তা বাস্তবে?
আর কটা দিন, ঋতু বদল হবে...