লাগামছাড়া ভুল গুলো সব
ছড়িয়ে থাকে চতুর্দিকে, কতক গুলোর দাম থাকে না,
কতক গুলো দু পাঁচ সিকে। কয়েক ভুলের দেমাগ ভারি,
ভাবছে ওরা অমূল্য সব।
জীবন নাকি
পালটে গেছে ওদের দয়ায়,
বড়ই আজব। যখন তখন দাঁত খিঁচিয়ে
লম্ফ দিয়ে সামনে দাঁড়ায়
ইস্টিশনে বাজার হাটে,
কিম্বা ধর বন্ধু পাড়ায়। ভুলের মাশুল গুনতে গিয়ে
নিত্য নতুন ভুলের তোড়া
সঠিক বেঠিক বুঝি না ছাই, ডুবছি ধরেই
হাত পা ছোঁড়া। দেখছি সবই ভাবছি সবই
সামলে ওঠা হচ্ছে না আর।
পাওয়ার খাতায় গোল্লা বড়, ভুলের চাপে শ্লেষ্মা বিকার।
সন্দেহটা তাও থেকে যায়, তাড়িয়ে বেড়ায়
সদলবলে।ভুল গুলো ঠিক করলে পরে
ঠিক হত আজ ভুলের দলে?