আমাদের কালুবাবু কাটে দিন নিদ্রায়,
রাতভর হৈ চৈ তাল হীন গীত গায়।
ছেড়ে কাশী মিনি মাসি রাতে করে আহ্নিক,
ফোঁস করে রেগে গেলে মেজাজটা রাপচিক।
"শান্তিতে দিবি না কি ঘুমোতে দু দন্ড,
সাজিস যে ভালো ছেলে বেটা তুই ভন্ড"।
কালু বলে মিনি মাসি লেজ রেখো গুটিয়ে,
ঘুম টুম করো কম নয় যাবে মুটিয়ে।
লাফ দিয়ে পারবে না ইঁদুরটা ধরতে,
এ ভুবনে এসেছো কি না খেয়েই মরতে?
আমি কালু রকস্টার পপ গান গাচ্ছি,
হিংসে কোর না বাপু দিয়ো নাকো হাঁচ্ছি।
আমার গানের টানে ডাকাবুকো চমকায়,
বস দেখো খুশী কত না গাইলে ধমকায়।
একাই একশ আমি সঙ্গে তো নেই কেউ,
ঝিন চাক গান গাই রাতভর ঘেউ ঘেউ।