মনের মাঝে লজ্জাগুলো হঠাৎ এসে হচ্ছে জড়ো,
লজ্জা এসে চোখ বেঁধে দেয়, লজ্জা গালে মারছে চড়ও।
যেই দিকে চাই মরছি লাজে রাস্তাঘাট ও বাজার হাটে,
লজ্জা শরম চুলোয় দিয়ে যা ইচ্ছে সব করছে ঠাঁটে।
দু কানকাটা নিলাজ খবর রোজ বিকেলে দিচ্ছে হানা,
টিভির স্ক্রিনে জ্ঞানের বহর কাঁপিয়ে তোলে বৈঠকখানা।
লজ্জা এখন হোয়াটস এপে, লজ্জা এখন ফেসবুকেতে,
সবাই গরম, সবাই চরম সব ভুলেছে লজ্জা পেতে।
বাঁহাত কষায় ঠাটিয়ে ঝাপড় ডানের আবার মস্ত ঘুঁষি,
গায়ের জোরে তক্ক চলে, মাথার ভেতর সবার ভুষি।
চলছে ঘুষের খুব কারোবার তুলছে তোলা বলছে চাঁদা,
অহিংসাটাই পরম ধর্ম শেখায় এসে কসাই দাদা।
লজ্জা ছড়ায় কলম কারো লজ্জা ছড়ায় নেতার ভাষণ,
কুধর্মীরা হিংসা ছড়ায় ধর্মে ঢেকে, লজ্জা ভীষণ।
কেউ বা এসে বুকনি ঝাড়ে, কেউ বা ডাকে বাবা বাছা,
সামনে মুখে ঝরছে মধু, ফিরলে পেছন টানছে কাছা।
তাই ভেবেছি লজ্জা ভুলে করব মোটা চামড়া খানা,
শিখবো হাসি দাঁত ক্যালানো । লজ্জা পাওয়া? কক্ষনো না।
বাঁচতে হলে বাঁচতে হবে লজ্জা হায়া শরম বিনা
নতুন যুগের নতুন নিয়ম, সময় এখন লজ্জাহীনা।