. গোপন সে এক নদীর খোঁজে
মরছি ঘুরে ফিরে,
নক্সিকাটা পরশ পাথর
ছড়ানো যার তীরে।
পেলাম খুঁজে. চোখটি বুজে
পেরিয়ে এলাম নদী,
নদী কোথায়? এযে কেবল
উল্টোপাল্টা স্রোতই!
নাব্যতা কই? শেওলা বড়,
জলেও মেশা পাঁক
চাই না আমার এমন নদী,
যার চাই সে চাক।
এর চে ভাল বারবাগানে
গোলাপফুলের বাস,
কিম্বা ধর মাঝদুপুরের
হলকা হাওয়ায় শ্বাস।
সাঁঝপুকুরের শীতল জলে
সজনে ফুলের তারা,
শাঁখের আওয়াজ, ধূপের গন্ধ,
নিঝুম আঁধার পাড়া।
অনেক চেয়ে পাচ্ছি যেটা
সেটাই দেখি ভুল,
নদীর খোঁজে দিন ফুরলো
নদীই হল গুল।
বিন চাওয়া যে হীরে মানিক,
মূল্য তো নেই তার,
মন্দ ভাল শেখায় না কেউ,
আজব এ সংসার।