. জীবন যখন চায়ের ভাঁড়েতে
সঘন লিকার তিতকুটে,
সতেজতা খুঁজি কাঁচের বয়ামে
তাকে রাখা লেড়ো বিস্কুটে।
ঠেকে, ঠেকে আসা প্রতিদিন কোন
কাজ নেই তাই ঠেকবাজ,
অগোছালো বোনা সময়, দৃশ্য
এলোমেলো এক মন্তাজ।
ফুচকার থেকে ফিদেল কাস্ত্রো
কানা গলি নয় কবিতা,
সব বিষয়ের শেষ কথা ঠেকে
অবনী বিকাশ রবিদা।
কখনো আবার অ্যানাটমি নিয়ে
উচ্চাঙ্গের চর্চা,
সেটা প্রাইভেটে, সইবে না পেটে
বিশেষজ্ঞের তরজা।
সেঁকা পাঁউরুটি, বহতা ঘুগনি
সাথে হাতে ঘোরা সিগারেট,
পকেটে রেস্ত থাকলে বেশ তো
জোটে সসে রসে ওমলেট।
এমনি করেই দিন কাটে ঠেকে
টিমটিমে আলো সন্ধে,
চর্চা খরচা একইভাবে চলে
জীবনের ভাল মন্দে।
একই ছবি একই আলোচনা
শুধু মুখগুলো হয় অন্য,
একই ট্র্যাডিশন চলছে সমানে
ঠেকবাজি, আহা ধন্য!