বিস্ময় ফুরিয়ে যায়,
ভালোলাগা শুকায় যখন।
রজনীগন্ধার বাস যবে ফিকে লাগে,
না ফুরনো রাত ছুঁয়ে দুই চোখ জাগে,
একঘেয়ে দিনের মতন।
বুঝি যে গ্রীষ্ম এলো দেশে
এলো অবশেষে...
বড় বেশী হৈ চৈ
বাতাসে অচেনা কলরব।
হাসি খুশী মুখগুলো আচমকা বদলায়,
দাঁত নখ বার করে প্রগাঢ় হিংস্রতায়,
শুষে নেয় আর্দ্রতা সব।
ছেয়েছে গ্রীষ্ম মন ময়
কঠিন সময়...
নিজেকে সামলে নিয়ে
দাঁতে দাঁত চেপে পথ চলা।
খড়ি দাগে গুনে রাখা একেক রুক্ষ দিন,
আসবে আবার কবে বর্ষার রিনঝিন,
ভেজা মন, সময় উতলা।
সবুজ স্বপ্ন দেখে মন
মাটির মতন...