এখানে মানুষ নয় এখানে হৃদয়গুলো থাকে
এখানে দুঃখ সুখ ভালোবাসা বড় বেশী কাঁচা,
এখানে শব্দ বেয়ে রক্তবিন্দু ধুয়েছে ব্যথাকে
এখানে চোখের জল, এখানে নিজের সাথে বাঁচা।
এখানে সীমানা নেই, দেশ নেই, নেই বন্ধন
এখানে আপন সব, এখানে কবিতা কথা বলে।
এখানে সহজ দিন অনায়াসে ছুঁয়ে যায় মন
এখানে হৃদয় পোড়ে বড় বেশী পরায়া অনলে।
এখানে ঈশ্বর থাকে স্বতঃস্ফূর্ত পঙক্তির ফাঁকে
এখানে কখনো মান অভিমান জমায় আসর,
এখানে নামেরা রোজ বদলায় রঙ ঝাঁকে ঝাঁকে
এখানে আনন্দ আসে, খুশীরাও করে হুল্লোড়।