. কথা জমে নয় গল্প জমুক কিছু
কিছু সাচ থাক কিছু থাক মনগড়া,
আলাপচারিতা হোক বাঁকা নয় ঋজু
বুক খোলা চিঠি দিয়ে যাক হরকরা।
ভাগ করে নেব সুখ দুঃখের কথা
মূল্যবৃদ্ধি রাজনীতি মায় খেলা,
ঢেকে নিয়ে যত অভিমান আকুলতা
দেখবোনা ঘড়ি, ধরে রাখি এই বেলা।
ভোঁতা ট্রেন ভোঁপু কানে তুলবো না আর
আজ নয় ঘরে ফেরা হোক দেরি করে,
দুচোখের নীচে পলির অন্ধকার
সরিয়ে ফিরবো গোপনে সে পথ ধরে।
কথাগুলো যেন সেই মিঠে রিনঝিন
মনটাও বুঝি আগের মতোই আছে,
সেই মেলামেশা, সেই দেখা প্রতিদিন
না বলাই থাক, বিরক্ত হও পাছে।
জমা গল্পের খরচ বাঁচিয়ে চলি
সঞ্চয়ে থাক ভবিষ্যতের বাঁচা,
হিসেব মেলে না, চৌদিকে চোরাগলি
ঘিরে ফেলে, জানি অঙ্কেতে খুব কাঁচা।