তুই এসেছিলি করে শোরগোল, আজ যাচ্ছিস হিম সন্ধ্যায়
কিছু দিন তোর গেল খুশহাল, কিছু দিন ফের গেল মন্দায়।
তুই জ্বেলেছিলি মনে আশাদীপ, প্রাণে জেগেছিল কত উচ্ছাস
আজ তরল আগুনে দিয়ে সিপ, বুঝি হয়ে গেলি তুই ইতিহাস।
দিন যাচ্ছে, চলে যাচ্ছে, বুড়ো হচ্ছে এই দুনিয়া
আয়ু কমছে, ব্যথা জমছে, আয় মনের কথাই শুনি আয়।
তুই দিয়ে গেলি কত হাসি মুখ, আর দিয়ে গেলি কত চেতনা
নব শিশু কোলে মা’র খুশী বুক, কিছু স্বজন হারানো বেদনা।
দেশে দেশে হল কত তোলপাড়, গেল কত রাজ নেতা পালটে
কেউ বদলায় দেখো ভোল তার, কেউ এগোচ্ছে ছিঁড়ে লাল টেপ।
রাত বদলায়, সাথ বদলায়, সাথে বদলায় দিন চর্যা
নোট পালটায়, জোট পালটায়, হয় আয় কম বাড়ে খরচা।
তুই দেখে গেলি কত ভুখা রাত, সাথে দেখে গেলি কত কান্না
কারো কষ্টতে জোটে দুটো ভাত, কারো ঘর ভরা হীরে পান্না।
কত প্রাণ গেলো হানাহানিতে, হলো ধর্মের নামে সন্ত্রাস
কত ভোর ঘুম ভাঙে গ্লানিতে, তবু লাজহীন বাঁচি বিন্দাস।
আসে শৈশব, আসে যৌবন, আসে বার্ধক্যের যতি কাল
চলে যাচ্ছে, ফিরে আসছে, ঘুরে জীবন চক্র প্রতি সাল।
আজ বদলায় এই বৎসর, কাল শেষ হবে যেটা আসবে
প্রতি দিন জানি হবে রাত ভোর, রোজ নতুন সূর্য হাসবে।
সাল প্রতি বছরই তো পালটায়, তবু প্রায় একই লাগে ছবি তার
তাই উল্লাস করি পেয়ালায়, আর ভুল করে লিখি কবিতা।।