বঙ্গের বাসী খেতে ভালবাসি শুধু খেয়ে খেয়ে দিন যায়,
যাই জোটে ভাগে চেখে দেখি আগে রীতি এই প্রিয় বাংলায়।
লুচি তরকারি খুবই দরকারি সঙ্গে চায়ের পেয়ালা,
কখনো কচুরী করে দিল চুরি প্রাণে বাজে যেন বেহালা।
থাকি মাছে ভাতে মাংসটা পাতে প্রতি রবিবার চাই রে,
লাল দইখান অমৃত সমান চাটনির পরে ভাই রে।
পাঁচন শুক্তো মেটায় ভুখ তো পেট পুরে ধোকা খাচ্ছি,
ফোড়নের ঝাঁজ ভালবাসি আজ আসুক না তেড়ে হাঁচ্ছি।
খাই মোগলাই কুলফি মালাই খাই বেগুনের ভর্তা,
গ্রীষ্মের দিনে পান্তাটা বিনে দিল মেরা নেহি ভরতা।
শুনে যদি বলো এ আর কি হলো খানা তো সবাই খাচ্ছে,
তবে জেনে রাখ বাংলার বাঘ আরো কি কি খেয়ে যাচ্ছে।
চুমু খায় ওরা হলে জোড়া জোড়া ল্যাদ খায় প্রায় সব দিন,
বিষমের পর খায় চক্কর, মদ খেয়ে মনে রিন ঝিন।
দিব্যিটা খাই ভিরমিও তাই, পান করি না তো খাই পান,
ধুঁয়ো খাই কষে রোয়াকেতে বসে, খেলে বার খুলে গাই গান।
খাই হিমসিম কেস খেয়ে হিম হয় কেন ভীরু প্রাণটা,
পাল্টিটা খেলে বাঁশ খাওয়া মেলে হাঁকুপাকু করে জানটা।
এত শত খাওয়া বল দেখি ভায়া আর কে বা কারা খাচ্ছে?
চোখে যা যা পড়ে যাচ্ছে উদরে ভুঁড়িখানা বেড়ে যাচ্ছে।।