কাঠের সাঁকোর পারে যেখানে বাতাস বাড়াবাড়ি,
আকাশ যেখানে নীল তিরিতিরি ঝাউপাতা কাঁপে।
অচেনা ফুলের বাস, যেখানে মনটা লাগে ভারী
শুনেছি সেখানে নাকি ফেলে আসা সময়েরা থাকে।
সেখানে অলীক এক মানবীর আনাগোনা নাকি,
সেখানে হাওয়ার দোলে প্রাণেতেও দোলা বুঝি লাগে।
রামধনু বুকে নিয়ে সে আকাশে ওড়ে শুক পাখি,
সবুজ ধানের শীষে ওষ পড়ে গাঢ় অনুরাগে।
কাঠের সাঁকোর নীচে শালুক শালুক ফুল কিছু
পার হলে ভুলো প্রেম, পুরোনো দিনের গান গায়।
হারানো সহজ নাকি, অতীত করে না আর পিছু
ছেঁড়া স্মৃতি ভুল করে আসে না ধূসর সন্ধ্যায়।
আজকে ভেবেছি মনে যাবো সে কাঠের সাঁকো পার
অলীক মানবী খোঁজে আজ নয় উন্মাদই হবো
লজ্জাবতীর লতা ছোঁব বলে "কি চমৎকার!"
বাঁধাধরা ছুঁড়ে ফেলে, শেষ খেয়া নাই বা পেরোব
একঘেঁয়ে জীবনের সুর তাল লয় ভুল জানি
হাতছানি অলিকের বুকে তাই জ্বালায় আগুন
রজনীগন্ধা ছেড়ে লোহিত শিমুল খুঁজে আনি
কাঠের সাঁকোর পারে ছেয়ে থাকে অবাক ফাগুন।।