যেখানে সূর্য ডোবে,
সেখানেই বাসা বাঁধি, গড়ি এক প্রেমের কুটির।
কাছে আসা, ভালবাসা,
কলহ, বিরহ থাকে, আর থাকে বেদনা নিবিড়।
সেখানে প্রেমের বাস।
সেখানে পিয়াসী ঠোঁটে, ছাপ রাখে মানবজমিন।
জন্ম, বিবাহ, মৃত্যু
প্রহরেতে বদলায় রূপ, নাটকের অঙ্ক রঙ্গিন।
বুঝেও অবুঝ সব,
মদের নেশায় চূর, কত দর্প, কত অহংকার।
নিটোল আঁধার শেষে
জেগে ওঠে অবশেষে, নবীন জীবন ঝংকার
যেখানে সূর্য ওঠে,
সেখানেই পথ চলা শুরু, অচেনা ও অজানার দেশ।
ঘামে ভরা মরুপথ
চোরাবালি, চোরা প্রেম, ছুঁয়ে যায় মরণ আবেশ।
এমনই দিবস রাত।
এমনই পেরিয়ে চলা, একে একে কঠিন সময়।
বিপদে সবাই এক
হাতে হাত কাঁধে কাঁধ, লড়াইতে ছোট বড় নয়।
আবার সূর্য ডোবে,
আবার বাসার স্বপ্ন, আবার প্রেমের ঠাঁই খোজা।
জীবন চক্র চলে
বড়ই জটিল রঙ্গ, কিছুতেই যায় না তা বোঝা।