. তোমার আমার মত মিলেছে কি কখনো?
তবুও তো দেখ কাটছি জীবন এক ঠাঁই,
কত না ঝগড়া, রাত ভেজা দিন শুকনো
ফিরে ফিরে আসি কর না যতই দুচ্ছাই।
চুলকোই মাথা কি করে যে প্রেম করেছি,
যৌবন কালে হয় কি এমনই মতিভ্রম?
অমিলের মাঝে মিল খুঁজে আমি মরেছি,
ভুলের সাগর করি যে কি করে অতিক্রম!
কলহ কতই, করি চুলোচুলি দিনরাত,
তুমি পূবে হলে আমি পশ্চিমে নিশ্চয়।
প্রতিবাদ আর কলরবে ভরা সঙ্ঘাত,
মধু মধু প্রেম আজকে হয়েছে বিষময়।
কত না নাটক, কর কত শত ছলনা,
ভালই তো জানো অশ্রু সইতে পারি না।
ভেজা চোখে খোঁটা দেয়া কথা ছাড়া বল না,
এ জীবনে নাকি দেখ নি গহনা, শাড়ি না।
এমনি করেই দিন যায় বেশ ঝগড়ায়
যতই করি না কলহ করি না চিৎকার,
উচাটন মন তুমি বিনে এক লহমায়
গৌন আসলে হার কার আর জিত কার।
এই বেশ আছি লঙ্কায় আর তেঁতুলে,
মিঠে মিঠে কথা পেটে হয় না তো সহ্য।
কাটছে জীবন আই লাভ ইউ না বলেই
ঝগড়ায় প্রেম? সেটাই সহজ পথ্য।
শুধু মনে ভয় চলে গেলে কি যে করবে,
ঝগড়া না করে হয়ে উঠবে না ক্লান্ত?
শেষ চলা টুকু বড় একা হয়ে পড়বেই,
খুব হবে রাগ, হবে জানি অভিমান তো।।