. লক্ষ্মী পূজা
লক্ষ্মী পূজা
ফলের মজা
মিষ্টি গজা
তিলের নাড়ু
কুড়মুড়ারু
নারকেল নাড়ু
দাঁত পাকড়ু
ধূপের ধোঁয়া
খইয়ের মোয়া
পায়ের ছাঁচে
সাজলো মেঝে
ব্যস্ত পুরুত
জলদি ফুড়ুৎ
আখের কুঁচি
ধুপ ধুনুচি
পাশের বাড়ি
ভোগ খিচুড়ি
বেগুন ভাজা
লঙ্কা কাঁচা
ফুলকো লুচি
মিষ্টি সুজি
মায়ের আসা
দেয় ভরসা
জ্বালাও আলো
দরজা খোল
লক্ষ্মী মাগো
যেয়ো নাগো
সুখে রেখো
ঘরেই থেকো।