. ভাল্লাগে না শুকনো দুপুর
ভাল্লাগে না উদাস হাওয়া,
ভাল্লাগে না আনমনা সুর,
স্মৃতির স্রোতে উজান বাওয়া।
ভাল্লাগে না পরীর গলি,
ভাল্লাগে না খিড়কি ফাঁকা,
ভাল্লাগে না ছাদের বিকেল,
ভাল্লাগে না শিশির মাখা।
ভাল্লাগে না হাসনুহানা,
উদাস প্যাঁচার বিবর্ণ ডাক,
ভাল্লাগে না লাউয়ের মাচা,
ভাল্লাগে না কদম্ব শাখ।
ভাল্লাগে না মেঠো পথে
পাগল হাওয়ায় উড়ন্ত চুল,
ভাল্লাগে না মায়া সকাল,
গন্ধ বুকে স্নিগ্ধ বকুল।
ভাল্লাগে না আঁধার রাতে
শব্দ বিনে একলা আকাশ,
বিসর্জনের দিন পেরোনো
দূরের মাঠে বিষণ্ণ কাশ।
ভাল্লাগে না পুকুর পাড়ে
সদ্যস্নাতার ঘোমটাখানি,
ভাল্লাগে না কুর্চি ফুলে
বুনো পোকার ঘোর রুমানি।
ভাল্লাগে না আজকে সেসব
কালকে যা যা লাগতো ভালো
ভাল্লাগে না রোদ সোনালী,
লাগছে ভালো আঁধার কালো।