যাবে তো সবাই দোস্ত, তুই নয় গেলি কিছু আগে,
আসা যাওয়া স্বাভাবিক, এই লাগাতার লেগে থাকে।
তবুও বাঁশের ঝাড়ে বাতাসের মৃদু হাহাকার,
মন খারাপের রাত নাম ধরে ডাকে বার বার।
অবোধ উচ্ছল স্মৃতি উঁকি দেয় মন জানালায়,
সোনালী দিনের কথা অজান্তে উঁকি মেরে যায়।
শালের ছায়ায় কাটা গরমের দুরন্ত দুপুর,
অথবা তৃতীয় পুলে কত শত বেখেয়ালী সুর।
কাজ ফেলে ছুটোছুটি যত সব অকাজের নামে,
সময় অঢেল ছিল জীবনটা চলত আরামে।
চেহারাটা ছোটখাট একমুখ দাড়িতে উদাসী,
সর্বদা মুখে ছিল সরলতা মাখা সেই হাসি।
এখন অনেক দূরে, কোন সে অচিনপুরে বাস,
না ফেরার দেশ, তাও রয়ে গেছে স্মৃতির আভাস।
যেখানেই থাক দোস্ত, সব ব্যথা ভুলে থাক ভাল,
আঁধার হারিয়ে যাক, ছুঁয়ে থাক মুক্তির আলো।