এই যে শুনছ বস, বলছি তোমায়
সামলাও মনের লাগাম।
এমন বেভুলে, সূর্যোদয়ের পথে
হাঁটে নাকি কেউ, হেলে দুলে?
হতে পারে সময় খারাপ,
তাই বলে ন্যায় নীতি থাকবে না কিছু?
সাত খুন মাফ? বৃথাই মরছ ঘুরে
সবুজের পিছু, পড়েছে নাড়িতে টান
আপনার সাথে বোঝাপড়া, রয়েছে অধরা।
বাতাসে সন্ধ্যের ঘ্রাণ।
বিস্ময় হারিয়ে গেছে।
পাহাড় সমুদ্র সব একই লাগে
চির পুরাতন।
সেই ঢেউ, সেই খাদ
সেই বালি, পাইনের বাস।
পোড়া মন।
লাগাতার গিন্নির খিচখিচ,
মধ্যবয়সী দোষারোপ।
হয় বস হয় সকলের।
হাসি মজা সব পায় লোপ।
তাই বলে, গেরাহ্যি না করে
হবে কি বাউন্ডুলে
বাছুরের দলে, ঢুকবে কি শিঙ ভেঙে?
পরবে কি ভেসে পাল তুলে?
এমনটা নাকি হয়।
জেনো খুব স্বভাবিক।
তবুও তো তো চাই নিরাময়।
মধ্যবিত্ত ক্লান্তিগুলো জ্বালায় এমন।
মনেতে অনেক জ্বালা,
প্রায় অকারণ!
একঘেয়ে সংসার বোঝাবেই ভুল
চালশে পড়বে চোখে, চুলে পাক
কাকু, জেঠু শোনা? বলি হবে অভ্যেস।
খাওয়াও বারন গুরুপাক।
তথাপি ধৈর্য ধর, কাটবে এ দোটানার কাল।
সব হবে ঠিক শেষমেশ।
কপালে তিলক কেটে গুটিগুটি পায়
তুমিও ধরবে নয়া বেশ।