শব্দহারা কথার জোয়ার
মন ছাপিয়ে জাগছে বড়,
দুকূল ভাঙ্গার ইচ্ছেটা আজ
তীব্র থেকে তীব্রতর।
সভ্যতার এই লজ্জাগুলো
দিলাম নাহয় জলাঞ্জলি,
আজ বেহায়া হয়েই দেখি
থাক না ঠোঁটে মন্দ বুলি।
হতেও পারে দু-এক খানা
খুন খারাবী নেই পরোয়া,
চক্ষুলাজে অবুঝ সাজা
ঢের হয়েছে সুশীল হওয়া।
দোষ দিও না আজকে যদি
হৃদয় সবার মাড়িয়ে চলি,
মন্দ ভালর তফাত খানা
দেই ছুঁড়ে আজ অন্ধ গলি।
সহ্য করা অনেক হল,
অনেক হল ভদ্র সাজা,
বদ্ধ ঘরের ভাঙবো শিকল
খুলতে হবে সিং-দরোজা।
বাঁচব এবার খারাপ হয়ে
থাকবে সাথে ঝঞ্ঝা ঝড়ও,
দুকূল ভাঙ্গার ইচ্ছেটা আজ
তীব্র থেকে তীব্রতর।।