স্বপ্নরা হাত নাড়ে ভুল করে খোলা জানালায়
কখনো বা আবছায়া চানঘরে স্বপ্নের বাস,
স্বপ্ন হারিয়ে গেছে শেষরাতে উদাসী হাওয়ায়
স্বপ্নের ফেরিওয়ালা আজ খোঁজে নতুন আকাশ।
পুরনো হলুদ চাঁদে স্বপ্নের আলপনা ছাপ
লাল কাঁকড়ের পথে স্বপ্নিল বিষণ্ণ দুপুর,
স্বপ্ন হঠাৎ আজ জেনে গেছে মনটা খারাপ
স্বপ্নের ফেরিওয়ালা বাঁশীতে তুলেছে ভুল সুর।
অভিমানী স্বপ্নের তর্জমা হয়ে চলে ভুল
কিশোরী স্বপ্ন মাখে রিমিঝিমি প্রেমের সুবাস,
নতুন স্বপ্ন বিনা লাল ফুল দেয় না শিমুল
হৃদয়ে ধরেছে খরা ভুলেছে সে স্বপ্নের চাষ।
স্বপ্ন কিনতে চাই স্বপ্নের বড়ই অভাব
স্বপ্ন আতর মেখে কাটুক না দিন দুই চার,
নীল নীল নেশাতুর স্বপ্নেরা দিয়েছে জবাব
স্বপ্নের ফেরিওয়ালা এই গলি আসে না তো আর।।