ভাল্লাগে না একঘেয়েমির
সকাল বিকেল রাত্রিগুলো,
ভাল্লাগে না মনগড়া সুখ
লাগছে সবই অগোছালো।
জীবন খানা ছড়িয়ে গেছে
এদিক সেদিক ডাইনে বামে,
টুকরো সুখ আর টুকরো দুখে
মনটা খারাপ, তাও বেনামে।
গুছিয়ে ওঠার সময় কোথায়
সব যে বড়ই এলোমেলো,
যেদিক দেখি মনটা বলে
এমনি বুঝি দিন ফুরলো।
অগোছালো অগোছালো।
স্মৃতির ভেতর আরেক স্মৃতি
রঙ্গিন এবং সাদা কালোয়,
কোথাও যেন গহীন আঁধার
কোথাও ভরা খুশীর আলো।
সব ভুলেছি গুলিয়ে গেছে
তোমার যাওয়া তোমার আসা,
কোনটা আসল, বিদায়ি রাত?
না সেই গভীর ভালবাসা।
টুকরো ছবির কোলাজ সাজাই
মন্দ লাগে, কখন ভাল,
মোদ্দা কথা কাটছে এখন
খুব ফ্যাকাসে বড্ড জোলো।
অগোছালো অগোছালো।
ভাবছি রোজই ঠিক গুছবো
নিপাট ভাঁজের ঝাড়বো ধুলো,
সরিয়ে দেবো স্মৃতির পাহাড়
বলব তোদের দিন ফুরলো।
টুকরোগুলো কুড়িয়ে নিয়ে
যত্ন করে রাখবো বেছে,
ফেলবো কিছু নদীর জলে
ফেলবো কিছু হৃদয় সেঁচে।
ফেলতে গিয়ে চমকে দেখি
আমিই তো ওই টুকরো গুলো,
বাঁচতে গেলে রাখতে হবে
হোক না খারাপ কিম্বা খেলো।
অগোছালো অগোছালো।।