. তিনটে ভুতে মধ্যরাতে
তাল তলাতে করছে কি?
দশ জোনাকির লম্ফ জ্বেলে
করছে হিসেব ধার বাকির।
তালগাছেতে বাবুই বাসা
ঝুলছে তাতে ভুতের পো,
ষন্ডা ভুতে মন্ডা খাবে
রাত দুপুরে ধরল গোঁ।
তালতলাতে পদ্মপুকুর
মাছ ধরেছে মেছো ভুত,
স্কন্ধকাটা নাক ডাকিয়ে
ঘুম জুড়েছে কি অদ্ভুত।
শাঁকচুন্নি ব্যস্ত বেজায়
করবে পূজো ভুতরাজের,
তিন কলজে মানত আছে
ভুলছে সময় দিনরাতের।
ল্যাংড়া মত চ্যাংড়া ভুতের
আবার বড় খাবার শখ,
চালকুমড়োর ছক্কা খাবে
কাটিয়ে এল চুল আর নখ।
এমনি করেই চলতেছিল
ভুতের পাড়ার ব্যস্ত রাত,
ভুতের নেতা বেহ্ম দাদা
হাঁকল এ দেশ জিন্দাবাদ।
বললে ডেকে একে একে
দিলুম সবার ছুটি কাল,
স্বাধীন দেশের স্বাধীন ভুত
মানাও স্বাধীন ফেস্টিভ্যাল।
দেশ পতাকা তুলতে হবে
শেওড়াতলা সাজাও সব,
দেশের সাথেই আমরা আছি
করব পালন এ উৎসব।
দেশের ভুত আর দেশের মানুষ
বর্তমান যা কাল তা ভুত,
রইবে খাঁটি দেশের মাটি
জানাই প্রণাম সর্ব ভুত।।