. নাই শোনালাম গুরু গম্ভীর কথা
গাইছি না আর আজকে তোমার গান,
যাই না এড়িয়ে আজ যত স্মৃতিসভা
ফুলমালা ছাড়া হয় না কি সম্মান?
বাইশে শ্রাবণ বুকেতে শ্রাবণ ঝরে
বাইশে শ্রাবণ মন খারাপের দিন,
বাইশে শ্রাবণ থাকো তুমি অন্তরে
বঙ্গ কখনো বাঁচেনাতো রবি-হীন।
"তুমি রবে নীরবে, হৃদয়ে মম..."