.       সব মৃত্যুই বাঁচতে শেখায়
                সব মৃত্যুই প্রত্যাশিত,
        বিশ্ব জুড়ে প্রাণের খেলায়
                সকল কিছুই নির্ধারিত।

        দুঃখ তবু দেয় না ছাড়ান
                উথাল পাথাল বুকের মাঝে,
        ব্যথায় ব্যাকুল অবুঝ পরান
                যখন বিদায় সুরটা বাজে।

        নিত্য দিনই খসছে তারা
                জীবন এবং আকাশ থেকে,
        চলছে আসা যাওয়ার ধারা
                আনন্দ আর অশ্রু মেখে।

        চক্ষু বুঁজে প্রবোধ বাঁটা
                চলবে জীবন উজান বেয়ে,
        মুচকি হাসে ঘড়ির কাঁটা
                আসছে পিছে সময় ধেয়ে।

        দুর্ভাবনার ছাপটা মুখে
                মৃত্যু ভয়ে মরছি ক্রমে,
        আয় না ধরি জড়িয়ে বুকে
                বাঁচি পরস্পরের ওমে।