. নাম শ্যামলী, রঙটা কালো,
বোঝায় তাতে কি?
আমার সুরত, রঙটা আমার
আমিই বেছেছি?
নাকটা বোঁচা শরীর বেঢপ
অনেক গঞ্জনা,
সইছি আমি জন্ম থেকেই
কথার লাঞ্ছনা।
দেখতে কালো, ফর্সা ভাল
হইনি কেন আমি,
এমন কথাই বলে থাকেন
পূজ্য পাপা মামি।
ক্লাসের যত সুন্দরীরা
তাকায় বাঁকা চোখে,
নজর দিয়ে করছে দয়া
বোঝায় যত লোকে।
কুরূপ আমি তাও তো দামি
পড়ছি স্কুলে আজ,
বাবার স্ট্যাটাস সবার ওপর
নইলে বড়ই লাজ।
লজ্জা করেন বাবা মায়ে
আমিই তাঁদের মেয়ে,
ঘেন্না করি আমায় আমি
বেশী সবার চেয়ে
ইচ্ছে করে মাকে শুধাই
মাগো আমায় বলো,
কে দিয়েছে আমার এ রঙ?
কে গড়েছে কালো?
বুকের ভেতর টগবগিয়ে
ফুটছে অভিমান,
করুনাকে দূর করে দিই
দয়ায় বন্ধ কান।
চাই না হতে সুন্দরী আর
চাই না দিঘল কেশ,
কুরূপ হয়েই জিতব আমি
দেখব সবার শেষ।