. আজ ফের বহু দিন পর,
রিমঝিম বর্ষার জলধারা হৃদয় ভাসায়।
বার আঙ্গিনাতে,
এঁকে যায় নরম নকশা প্রাকৃতিক।
সোঁদা সোঁদা ভাল লাগা
আলগোছে ছুঁয়ে যায় পুরনো আবেশ।
কোমল বৃষ্টিধার ধুয়ে দেয় যত আবিলতা
ব্যথার জঞ্জাল আর
জটিল হিসেব জীবনের।
ছেলেবেলা ফিরে আসে খোলা জানালায়
বাঁকা হিজলের তলে
জল নাচা পুকুরের জলে।
ধোঁয়ারা গুমরে ওঠে দোচালার ছাদে।
অসহায় একলা শালিক
চুপসিয়ে বসে থাকে
ছেড়ে যাওয়া শালিকের খোঁজে
ভেজা খড় চুঁয়ে পড়া
টিপটিপে সুরের ছোঁয়ায়,
চুপি চুপি মিশে যায় আদেখলা দাদুরীর ডাক।
অবাক বারিষ ধারে,
আজ ফের আনমনা মন
স্মৃতির ভেলায় চেপে খুঁজে চলে বৃষ্টি শহর।
আজ ফের রিমঝিম বরষা করেছে দিল্লাগি।